প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এনটিভিতে প্রচারিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর সিকুয়াল নির্মিত হচ্ছে। ইতোমধ্যে এর নির্মাণ প্রস্তুতি শুরু হয়েছে। দর্শকপ্রিয় ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’। শিঘ্রই এর শুটিং শুরু হবে বলে নির্মাতা জানান। ইতোমধ্যে এর সূচনা সঙ্গীত ধারণ করা হয়েছে। এটি গেয়েছেন ন্যানসি। ‘কখনও আলো কখনও আঁধার’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তাদের এই সাড়ায় উৎসাহিত হয়ে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ী একটি গান প্রয়োজন। গানটি দারুণ হয়েছে। গানটি শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশ করা হবে। রাজ জানিয়েছেন, উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।