Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুষ দিতে এসে ধরা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের কার্যালয়ে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন নীলফামারীর জেলা আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমান। দুদক কর্মকর্তারা জানান, দুর্নীতির এক অভিযোগ থেকে বাঁচতে তিনি এক লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর কর্মকর্তা জাফর সাদেকের দপ্তর থেকেই আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশিকুর রহমান আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। তখন একটি দরপত্রের অনিয়মের অভিযোগ ওঠায় তার অনুসন্ধান করছিলেন দুদকের উপ সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী। দুদক কর্মকর্তারা জানান, গতকাল দুদক অফিসে নীলফামারী জেলা আনসার কমান্ড্যান্ট উপস্থিত হন। একপর্যায়ে তিনি নগদ এক লাখ টাকা ঘুষের বিনিময়ে তার অনুক‚লে অনুসন্ধান নিষ্পত্তি করার প্রস্তাব দেন। তখন অনুসন্ধান কর্মকর্তা জাফর সাদেক ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তাৎক্ষণিক চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতি হয়ে কমিশন কর্মকর্তাদের সহায়তায় এক লাখ টাকা ঘুষসহ তাকে গ্রেফতার করেন। আশিকুর রহমানের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘুষ

৯ সেপ্টেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ