Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেন্সরবোর্ডে প্রশংসিত: ডি এ তায়েবের অন্ধকার জগত মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

আগামী ২২  ফেব্রুয়ারি বদিউল আলম খোকন পরিচালিত অন্ধকার জগত সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি সিনেমাটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র লাভ করে। সিনেমাটি দেখে সেন্সরবোর্ড সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। এর ড্রামাটিক গল্প, নির্মাণশৈলী, গান এবং নায়ক-নায়িকাদের অভিনয়ের প্রশংসা করেন বোর্ড সদস্যরা। টানটান উত্তেজনা, সেই সাথে ভিন্ন ধরনের অ্যাকশন উপভোগ্য বলে মন্তব্য করেন তারা। সিনেমার এই দুঃসময়ে এ ধরনের সিনেমা বেশি বেশি নির্মিত হওয়া দরকার বলে তারা মন্তব্য করেন। সিনেমাটিতে ডি এ তায়েবের ভিন্ন ধরনের উপস্থিতি এবং অভিনয়ের প্রশংসাও করেন তারা। সেন্সর বোর্ডের এক সদস্য মন্তব্য করেন, ডি এ তায়েবের অভিনয় নিয়ে সন্দেহের অবকাশ নেই। টেলিভিশনে যেমন সফল, তেমনি চলচ্চিত্র অভিনয়েও তিনি কারিশমা দেখাচ্ছেন। চরিত্র অনুযায়ী তিনি নিজেকে উপস্থাপন করতে পারেন, যা অনেকের পক্ষে সম্ভব হয় না। চলচ্চিত্রে তিনি নিয়মিত হবেন বলে তারা আশা প্রকাশ করেন। এদিকে ডি এ তায়েবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সিনেমাটি করতে গিয়ে আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে। গল্প এবং চরিত্র অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে বিশেষ অনুশীলন করতে হয়েছে। আমি চেষ্টা করেছি, আমার দর্শকদের কথা মাথায় রেখে অভিনয় করতে। এ সিনেমায় দর্শক আমাকে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখতে পাবেন। আর বরাবরই আমি বিনোদনের মাধ্যমে দর্শকদের কাছে সচেতনতামূলক ম্যাসেজ দিতে চেষ্টা করি। অন্ধকার জগত সিনেমার মাধ্যমেও এ ধরনের ম্যাসেজ তুলে ধরেছি। এ সিনেমার মাধ্যমে দর্শক শুধু বিনোদনই পাবেন না, সচেতন হওয়া এবং শেখার মতো কিছু পাবেন। তিনি বলেন, একটা সময় আমাদের সিনেমায় বিনোদনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক নীতি-নৈতিকতার বিভিন্ন বিষয় তুলে ধরা হতো। এখন এ ধরনের বিষয় খুব কমই দেখা যায়। অথচ ডিজিটাল যুগে এসে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো খুব বেশি তুলে ধরা প্রয়োজন। অন্ধকার জগত সিনেমাটিতে বিনোদনের পাশাপাশি এ বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দর্শক একটি সিনেমায় যা দেখতে চান, তা অন্ধকার জগতে খুঁজে পাবেন। তিনি বলেন, যতদিন অভিনয় জগতে থাকব, ততদিন আমি এ কাজটি করে যাব। উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করেছে, এস জি প্রডাকশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ