Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানামসজিদে শ্রমিক লীগের নেতার ওপর হামলা মামলায় মুলহোতা গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ৩:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতা ও শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাষ্টারকে ছুরিকাঘাতে গুরুত্বর জখম ও হত্যার উদ্দেশ্যে হামলা মামলায় মুলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হল- সোনামসজিদ বালিয়াদিঘির বাশির আলীর ছেলে জেম আলী (৩৫)। বুধবার দিবাগত রাত ২টার দিকে সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম জানান, শ্রমিক লীগ নেতা সাদেকুর রহমানের ওপর হামলার ঘটনায় সোনামসজিদে অভিযান চালিয়ে জেম আলীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ের পাশে টয়লেটের রুম থেকে বের হওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্তরা সাদেকুর রহমানকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনার দিন রাতেই সাদেকুর রহমান মাষ্টারের স্ত্রী মোসা. নাসরিন রহমান বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৬ আসামিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ