বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী সোলেমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলেমান পলাতক ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, বন্দর উপজেলার কদম রসূল কলেজের পাশে ফরিদ আহমেদ মজুমদার বাড়িতে ভাড়া থাকতেন স্বামী সোলেমান ও তার স্ত্রী খালেদা আক্তার শান্তনা ওরফে এ্যানি।
২০০৩ সালের প্রেম করে বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কলহের জের ধরে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী।
এরপর বন্দর থানা পুলিশ ঘর থেকে লাশ উদ্ধার করে মামলা দায়ের করে। মামলার বাদী হন এ্যানি বাবা শহিদুল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।