বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে ১০ বছরের শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের মামলায় ৪ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন— সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত। তবে রায় ঘোষণার সময় তারা কেউ আদালতে ছিলেন না।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেরর পিপি রকিবউদ্দিন পরিবর্তন ডটকমকে জানান, আসামিদের অনুপস্থিতিতে বিচারক শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় ফতুল্লার আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে খাদিজাকে হত্যা করেন আসামিরা।
বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি সরিষাক্ষেতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন সকালে স্বজনেরা খাদিজার লাশ খুঁজে পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।