পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলারের ঋণ দেবে। এ ব্যাপারে দেশ দুটির মধ্যে চুক্তি হয়েছে বলে সূত্র জানিয়েছে। সূত্র মতে, ৩ বিলিয়ন ডলারের এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর তারিক বাজওয়া এবং আবুধাবি ডেভলপমেন্ট ফান্ডের চেয়ারম্যান। চুক্তি অনুযায়ী আরব আমিরাত কয়েক দিনের মধ্যেই পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার দেবে। বাকি ২ বিলিয়ন ডলার দুই সপ্তাহের মধ্যে কিস্তিতে দেয়া হবে। আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানুয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তান সফর করেন। রিপোর্টে জানা গেছে শেখ মোহাম্মদ ৬ জানুয়ারির সফরকালে পাকিস্তানের জন্য অর্থ সহায়তার ঘোষণা দিবেন বলে ধারণা করা হয়েছিল, তবে তখন এ ধরণের কোন ঘোষণা আসেনি। জানা গেছে, চুক্তির বিষয়ে সব শর্তাদি চূড়ান্ত হয়েছে এবং আরব আমিরাত পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার হস্তান্তর করবে। এছাড়া শিথিল শর্তে পাকিস্তানকে এক বছরের জন্য ৩.২ বিলিয়ন ডলারের তেলও সরবরাহ করছে আরব আমিরাত। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।