গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর লালবাগের নবাবগঞ্জে চারতলার একটি বাসার থেকে নিচে পড়ে আফিয়া বিনতে আলমাস (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই এলাকার ৬৯ নম্বর রোডের প্রথম লেনের ৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা আবু দারদা শিশির জানান, রাতে বাসার বারান্দায় খেলছিলো আফিয়া। এসময় বারান্দার রেলিঙের উপর দিয়ে সে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আফিয়ার বাবার নাম আলমাস হোসেন বাবলু। এলাকার অগ্রণী স্কুলের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে সে। ৩ ভাইবোনের মধ্যে মেঝো সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।