পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জর্ডানে পুনরায় বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগের দ্বার উন্মুক্ত করার জোর দাবী জানিয়েছেন বায়রা নেতৃবৃন্দ। গতকাল ইস্কাটনস্থ বায়রা কার্যালয়ে সভাকক্ষে জর্ডানের সফররত পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে বায়রা নেতৃবৃন্দ এক দাবী উত্থাপন করেন। প্রতিনিধি দলে পুরুষ কর্মী নিয়োগের দ্বার উন্মুচনের প্রস্তাব জর্ডান সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন। সফররত প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, জর্ডান সরকার হিউম্যান রাইটস পুরোপুরি মেনে চলে। জর্ডানে অভিবাসী নারী কর্মীরা অনেক বেশি নিরাপদ। নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য জর্ডানে নিয়োগ প্রক্রিয়া অনলাইনে চালু করার উদ্যোগ নেয়া হবে বলেও সফররত প্রতিনিধিরা জানান। তারা বলেন, বাংলাদেশী নারী কর্মীদের খাদ্যাভাসা, বেতন ভাতা বৃদ্ধি, সাপ্তাহিক এক দিন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। যেসব নারী কর্মী বিদেশে ২/ ৩ মাস থেকে কাজের মেয়াদ শেষ না করেই দেশে ফিরে এসেছে এমন নারী কর্মীদের জর্ডানে না পাঠানোর অনুরোধ জানান তারা। বৈঠকে উপস্থিত প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছে, জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ড.খালেদ ওক্কা,জর্ডান রিক্রুটিং এজেন্টস এসোসিয়েশন (রা)-এর ভাইস প্রেসিডেন্ট তারিক আল-নোতি,জর্ডান রিক্রুটিং এজেন্টস এসোসিয়েশন (আর এ এ)-এর ক্যাশিয়ার ও রাসেম হুরানী ইস্ট-এর জেনারেল ম্যানেজার রাসেম হুরানী, ও আর এ এ-এর সাবেক প্রেসিডেন্ট ও নির্বাহী সদস্য আহমদ আল-ফাওরী।
বৈঠকে বায়রার সভাপতি বেনজীর আহমেদ-এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান, বায়রার সহ-সভাপতি শাহাদাত হোসেন, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, মোহাম্মদ আলী, সাজ্জাদ হোসেন, বায়রার সচিব ও সাবেক সচিব দলিল উদ্দিন মন্ডল, অর্থ সচিব সওকত হোসেন সিকদার, আলহাজ মো. গোলাম মাওলা রিপন ।
প্রতিনিধি দল সরকারের সাথে সমঝোতা স্মারক পুনসংশোধন এবং বায়রার সাথে জর্ডান রিক্রুটিং এজেন্টস এসোসিয়েশনের মাঝে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন।
প্রবাসী প্রতিমন্ত্রীর সাথে বৈঠক
এদিকে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ-এর সাথে তার দপ্তরে আজ প্রতিনিধি দলের বৈঠক হবার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।