Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৪ পিএম

অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এর আগে ১৮ জানুয়ারি রাত সাড়ে ৮টায় বিএসএফ গেট খুলে ৩১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এরপর চারদিন সীমান্ত রেখায় অবস্থান করে তারা। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, বিজিবির সঙ্গে কোনো বৈঠক ছাড়াই সকালে আশ্রিত রোহিঙ্গাদের ধাপে ধাপে ভারতে নিয়ে যায় বিএসএফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ