Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে ইউএনএইচসিআর

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের অংশে অবস্থান করা রোহিঙ্গাদের বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইউএনএইচসিআরের নতুন আবাসিক প্রতিনিধি স্টিফেন করিস গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।
এর আগে, স্টিফেন করিস পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
স্টিফেন করিস গণমাধ্যমকর্মীদের বলেন, নিরাপদে এবং স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে কাজ করছে ইউএনএইচসিআর। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের অংশে অবস্থান করা রোহিঙ্গাদের বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলব।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইন এখনও নিরাপদ নয়। যে পর্যন্ত রাখাইনের পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে না যায়, ততদিন পর্যন্ত বাংলাদেশ, ভারতসহ যেসব দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে সেখানেই তাদের আশ্রয় দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানাব।
স্টিফেন করিস আরও জানান, কক্সবাজারে একাধিক শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আস্থা অর্জন করে রাখাইনে ফেরত পাঠাতে সহযোগিতা করা হবে। সে বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ