মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের তামিলনাড়ুতে গিনেস বুকে রেকর্ড গড়া ষাঁড়ের লড়াইয়ে দুই দর্শক নিহত হয়েছেন। এছাড়া ষাঁড়ের হামলায় আহত হয়েছেন অন্তত আরও ৩১ জন। গত রোববার রাজ্যটির তিরুচিরাপল্লীর ভাইরালিমালাইতে এ হামলার ঘটনা ঘটে। এদিকে, প্রতিযোগিতাটিতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক- এক হাজার ৩৫৩টি ষাঁড় অংশ নেওয়ায় গিনেস বুকে জায়গা করে নিয়েছে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এ ষাঁড় লড়াই।
ষাঁড়ের শিংয়ের আঘাতে নিহত দুই দর্শক হলেন- তিরুচিরাপল্লীর সোরিয়ামপট্টি এলাকার রামু (৩৫) এবং জিয়াপুরাম এলাকার সতীশ কুমার (২৮)। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, লড়াইয়ের একপর্যায়ে একটি ষাঁড় দর্শকদের দিকে ঢুকে পড়ে এবং সে তার হিংস্র শিং দ্রুত গতিতে পরিচালনা করে। পুলিশ বলছে, রামু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর সতীশকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।