Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেটের দাম কমছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ৪:৫০ পিএম

দ্বিতীয় মেয়াদে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের দায়িত্ব নেয়ার পর ইন্টারনেটের দাম কমানোর আভাস দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। সোমবার (২১ জানুয়ারি) সকালে ফেসবুকে তার ভ্যারিফাইড পেজে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন- ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার উপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এর উপর ভ্যাট কমিয়ে ৫ শতংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে কমবে বলে আশা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন- ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।



 

Show all comments
  • Mofizur Rahman ২১ জানুয়ারি, ২০১৯, ৭:৩১ পিএম says : 0
    আমরা সে আশায় প্রহর গুনছি। কারন,মোবাইল অপারেটরদের দৌরাত্মে সবাই অতিষ্ঠ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারনেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ