Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীর ২ স্কুলে দুদকের অভিযান

কোচিং বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

কোচিং বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আ্ইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের সহকারী পরিচালক মোঃ জাভেদ হাবীব এবং উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করে।
দুদক জানায়, সরেজমিন পরিদর্শনে পাওয়া যায় যে, বিদ্যালয়ের শিক্ষকগণ ২০১৭ সালে কোচিং করাবেন না এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করা সত্তে¡ও নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। দুদক টিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ অনিয়মের সাথে জড়িত ৩০ জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। অভিযানকালে দুদক টিম উদ্ঘাটন করে, নবম শ্রেণিরর কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্তে¡ও একজন শ্রেণী শিক্ষক তাদের দশম শ্রেণীতে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। দুদক টিমের উপস্থিতিতে এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়
এদিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটাকে সামনে রেখে ভর্তি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৭ জানুয়ারি দুদকের একটি টিম উক্ত স্কুলে অভিযান চালায়। দুদক টিম প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় এবং এ বিষয়ে অধিকতর যাচাই চলমান রয়েছে
অপরদিকে বেআইনিভাবে ইটভাটা পরিচালনা করে কৃষি জমি ধ্বংস, জীববৈচিত্র বিনষ্ট এবং জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করার দায়ে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এসব অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক(প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সব সেক্টরেই দুর্নীতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় দুদক অবিরাম কাজ করবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোচিং বাণিজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ