Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ৯:০৩ পিএম

মেলবোর্নে ফিলিস্তিনি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। রোববার এ হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে মিছিল করেন। খবর আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের উইমেন মার্চ র‍্যালির অংশ হিসেবে সিডনী শহরে রোববার প্রায় ৩ হাজার মানুষ জড়ো হয় যারা নারীদের জন্য নিরাপদ সড়কের দাবি জানান। এ আন্দোলনে অংশ গ্রহণ করা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা নলান স্মিথ জানান, আমি চাই না আমার কন্যা এমন একটি বিশ্বে বেড়ে উঠুক যেখানে সে অনিরাপদ।
প্রসঙ্গত, আইয়া মাসারউই নামের ২১ বছর বয়সী ফিলিস্তিনি এক শিক্ষার্থীকে মেলবোর্নের একটি রাস্তায় ধর্ষণ এবং হত্যা করা হয়। ইসরায়েলি নাগরিকত্ব থাকা ফিলিস্তিনি ওই শিক্ষার্থীকে হত্যার দায়ে ২০ বছর বয়সী এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাসারউই মেলবোর্নের লা ত্রবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ