Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কের অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে : এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, গত ১৬ বছর ধরে তুরস্কের অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। কৃষ্ণসাগর তীরবর্তী শহর স্যামসুনে ৩১ মার্চের স্থানীয় নির্বাচন সামনে রেখে এক সমাবেশে এরদোগান মেয়র প্রার্থীদের ব্যাপক বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির মেয়রপ্রার্থী মোস্তফা দামিরসহ ১৭ মেয়রপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এরদোগান। ২০০২ সাল থেকে একে পার্টির শাসনের কথা উল্লেখ তিনি বলেন, গত ১৬ বছরে তুরস্ক উন্নয়নের পথে অগ্রসর হয়েছে। আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। এরদোগানের মতে, তার দলের সামনে একটা ফাঁদ রয়েছে। গত পাঁচ বছরে যেসব ঘটনাবলির ভেতর দিয়ে তাদের যেতে হয়েছে, সেদিকে নজর দিতে বলেছেন তিনি। দেশের কথা ভেবে সেসব ঘটনা মাথায় রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। ২০১৩ সালে ইস্তাম্বুলের গেজি পার্কের ছোট একটা বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। সরকারবিরোধী ওই বিক্ষোভে আট ব্যক্তি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। তুরস্ক সরকারের দাবি, ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন ওই বিক্ষোভ করেছিল। পুলিশ ও আদালত ব্যবস্থায় তাদের অনুপ্রবেশের কথাও জানিয়েছে সরকার। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ২৫১ জন  নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ২০০ জন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কের অগ্রগতির ধারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ