Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

কুমিল্লায় ৬ বিভিন্ন স্থানে আরো ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম | আপডেট : ১২:০৭ এএম, ২০ জানুয়ারি, ২০১৯

কুমিল্লায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে দাউদকান্দি উপজেলায় ২ জন, দুপুরে ও বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে আরো ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। নিহতদের মধ্যে লালমানরহাটে ২, ফুলপুরে ১, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২, লক্ষীপুরে ১ খুলনায় ১ ও কুষ্টিয়ায় ১। আহতদের বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয় দ্রুতগতির ঢাকাগামী গ্রিন লাইন পরিবহন। এতে কাভার্ডভ্যানের চালক ও বাসের সুপারভাইজার ফাহাদ আলী রাজী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ফাহাদকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান কাভার্ডভ্যান চালক প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুনেছি একটি দুর্ঘটনা ঘটেছে।
এদিকে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি হাইওয়ে পুলিশের রেকারের ধাক্কায় বেদে সম্প্রদায়ের এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি পরিবহন থেকে নামার সময় পড়ে গিয়ে রেকারের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এছাড়া বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী পথচারী। প্রাথমিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজা জানান, বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মায়ের দোয়া পরিবহন গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এক নারী পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারীসহ বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট : লালমানরহাটে গতকাল পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে। নিহত আব্দুল খালেক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালারহাট এলাকার বাসিন্দা। একইদিনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা দোয়ানী মোড় এলাকায় একটি ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (২০) প্রাইভেট কার চালক নিহত হয়েছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটো চালক আব্দুল খালেক নিহত হন। এ সময় ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঘন কুয়াশায় হঠাৎ রাস্তায় একটি ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহুর্তে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারটি। স্থানীয়রা ছুটে এসে কারের ভিতরে থাকা চালকসহ অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক শরিকুল ইসলামের মৃত্যু হয়। এর আগেই ঘাতক ট্রাকটির চালক ও সহকারি চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও ট্রাকের মুখোমূখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ওই মহাসড়কের শশই নামক স্থানে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্রপ্রেস একটি যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৯৩) বাসটি অন্যদিকে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-১৮-০৬৪৫) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ২জন নিহত হয়। নিহতরা হলেন গাড়ী চালক কমলগঞ্জের আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫৫) এবং ট্রাকের হেলপার বারইয়ারীর মজিদ মিয়ার ছেলে ইউনুছ মিয়া (২৮)।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি কেটে ঘন্টা খানেক চেস্টা করে হেলপার ২জনকে আশংকাজনক অবস্থায় উদ্বার করে হাসপতালে প্রেরণ করে।
লক্ষীপুর : লক্ষীপুরে যাত্রীবাহী লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের মৃত সাফা উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মো. সৌরভ নামে এক লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী মো. স্বপন ঘটনাস্থলেই মারা যান।
খুলনা : খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে নগরীর লবণচরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাব্বী নগরীর মহম্মদনগর এলাকার ক্যাবল ব্যবসায়ী মো. সরোয়ারের ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার গভীর রাতের কোনো এক সময় লবণচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মহম্মদনগরের রাব্বী নিহত হয়।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর ও তারাকান্দা উপজেলার সিমান্তে ধলী নামকস্থানে শনিবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ওলি উল্লাহ ( ৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদরাসায় নাজেরা পড়ুয়া শিশু ওলি (৪) তার মায়ের সাথে ধলী নামকস্থানে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এসময় শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে চালিয়ে অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে মায়ের সামনেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাথে সাথে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির ঢামেকে মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত খায়রুল (২৭) চিকিৎসাধীন অবস্থায় সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি গত শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খায়রুল সদর উপজেলার কবুর হাট উত্তরপাড়ার মতলবের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ