Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সুফি উৎসবের প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয় আন্তর্জাতিক সুফি ও লোক উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। এই উৎসবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ছাড়াও ভারত, মিশর, ইরান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতাধিক সুফি ও লোক সংগীত শিল্পী। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সুফি ও লোক উৎসব এবং সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

এ উৎসব আগামী ২৮ থেকে ৩০ মার্চ চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসব ও সম্মেলন সফল করার লক্ষ্যে সিটি মেয়রকে চেয়ারম্যান ও কবি ইউসুফ মুহম্মদকে জেনারেল সেক্রেটারী করে ১০১ সদস্য বিশিষ্ট ৩য় আন্তর্জাতিক সুফি ও লোক উৎসব কমিটি গঠন করা হয়।

সভায় মেয়র বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশ সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। তরুণদের যদি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করা যায় তাহলে দেশ এগিয়ে যাবে। এতে মানবিক সমাজ তৈরিতে সহায়ক হবে। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর শিরীণ আখতার, প্রফেসর ওবায়দুল করিম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, লায়ন কবি শেখ রবিউল হক, সাংবাদিক সৈয়দ ওমর ফারুক, সরওয়ার হোসেন আজিজ, মোঃ সাহাবুদ্দিন, শাহেদা নাসরিন, শিল্পী আহমেদ ইকবাল হায়দার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ