Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

হয়রানির শিকার
ইনকিলাব ডেস্ক : চীন ও কানাডায় চলমান উত্তেজনার মধ্যেই বেইজিং বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন এক কানাডীয় নারী। কানাডীয় সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ওই নারীকে আটকে রেখে হয়রানি করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সম্প্রতি তি অ্যানা ওয়াং নামের এক নারীকে বিমান থেকে টেনে বের করে আনে ছয় পুলিশ। আলাদা করে ফেলা হয় তার স্বামীর কাছ থেকে। মেয়েসহ দুই ঘণ্টা ধরে আটকে রাখা হয় তাকে। গ্লোব অ্যান্ড মেইল।

একমাসে নিহত ৯শ’
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ডিসেম্বর মাসে জাতিগত সহিংসতায় অন্তত ৮৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বানুনু ও বাতেন্দে স¤প্রদায়ের মধ্যে এই সহিংসতা সংঘটিত হয়। জাতিসংঘের মানবাধিকার দফতর জানায়, ওই এলাকার বেশিরভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। এই সহিংসতায় পিছিয়ে দেওয়া হয়েছে ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা প্রেসিডেন্ট নির্বাচন। রয়টার্স।

হাসপাতালে অমিত
ইনকিলাব ডেস্ক : সোয়াইন ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সভাপতি অমিত শাহ। তাকে দিল্লির এইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতার খবর নিজেই টুইটারে জনিয়েছেন বিজেপি সভাপতি। লিখেছেন, আমি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত। আশা করি সবার ভালবাসা এবং শুভ কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার আরোগ্য কামনা করে টুইট করেছেন। এনডিটিভি।

ট্রেনে ডাকাতি
ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির কাছে একটি এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে জম্মু থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ওই ডাকাতি হয় বলে জানিয়েছে পুলিশ। বদলি নামক এলাকায় ট্রেনটি থামলে অজ্ঞাত সশস্ত্র ডাকাতরা বি৩ ও বি৭ এসি বগির যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সোনার গহনাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এনডিটিভি।

তৃতীয় বারের মতো
ইনকিলাব ডেস্ক : ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ-আশ-শাবি মার্কিন সেনাদের তথ্য সংগ্রহের অভিযান রুখে দিয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মতো এ ধরনের অভিযান রুখে দেয়া হলো বলে জানিয়েছে আশশারক আল-আউসাদ। সিরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান রুখে দেয়া হয়। হাশ্দ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালানোর চেষ্টা করা হয়েছিল। পার্সটুডে।

কঠোর হচ্ছে ফিনল্যান্ড
ইনকিলাব ডেস্ক : অভিবাসীদের অপরাধ দমনে আরো কঠোর আইন করতে যাচ্ছে ফিনল্যান্ড সরকার। স¤প্রতি দেশটিতে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত আইন আরো কঠোর করার বিষয়ে একমত হন আইন প্রণেতারা। প্রস্তাবিত এ আইনের মধ্যে রয়েছে, শিশুদের যৌন হয়রানির সর্বনিম্ন শাস্তির মেয়াদ আরো বাড়ানো এবং অপরাধীর নাগরিকত্ব বাতিল করা। ডয়েচে ভেলে।

আইআরজিসি কমান্ডার
ইনকিলাব ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি সিরিয়ায় মোতায়েন ইরানি সামরিক উপদেষ্টাদের জীবন রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সিরিয়ায় অবস্থানরত ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর হামলা করা হবে বলে ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী যে হুমকি দিয়েছেন তাকে ‘কৌতুকপূর্ণ ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন তিনি। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ