চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
আনাছ ( রাঃ ) হইতে বর্ণিত আছে যে, হযরত রাসুলুল্লা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এমন তিনটি গুন আছে যে, কাহারও ভেতর ওই তিনটি গুনের সমাবেশ হইলে সে ঈমানের মাধুর্য ও সুস্বাদ অনুভব করিতে পারিবে। (১) আল্লাহ্ ও রসূল (দঃ) এর প্রতি সর্বাধিক মনের টান ও প্রানের আকর্ষণ হওয়া। (২) কাহাকেও ভালবাসিলে তাহা একমাত্র আল্লাহ্র উদ্দেশ্যেই হওয়া। অর্থাৎ আল্লাহ্র প্রিয় ব্যক্তি বা বস্তু কে শুধু আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসা এবং আল্লাহ্র অপ্রিয় ব্যক্তি বা বস্তু কে শুধু আল্লাহ্র উদ্দেশ্যেই অপ্রিয় গণ্য করা; কাহারো সহিত কাম-ভাবের বশে বা স্বার্থ সিদ্ধির উদ্ধেশ্যে ভালবাসা না করা। (৩) ইসলাম ও ঈমানের প্রতি এত গাঢ় অনুরক্ত হওয়া যে, ইসলাম হইতে বঞ্চিত হইয়া কুফুরির দিকে যাওয়াকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া তুল্য অপছন্দনীয় গণ্য করা।বোখারী শরীফ - ১ম খণ্ড - হাদিস নং -১৫
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।