মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাত্র তিনদিনেই আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮৯০ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। ‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে তারা জানায়, গত মাসে মাত্র ৩ দিনে দেশটির যুম্বি্র ৪টি গ্রামে বানুনু ও বাতেন্দে সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি।
সংস্থা প্রতিবেদনে বলা হয়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর যুম্বিতে এই সহিংসতার কারনে ৩০ ডিসেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচন পেছানো হয়। ২০১৮ সালের ১৬ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে, যার ফলে যুম্বির অধিকাংশ এলাকার মানুষ স্থানচ্যুত হয়। প্রায় ৪৬৫ বাড়িঘর ও ভবন জ্বালিয়ে ও ভেঙে ফেলা হয়, যার মধ্যে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি স্বাস্থ্য কেন্দ্র, হেলথ পোস্ট, একটি বাজার এবং দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের এক কার্যালয় রয়েছে। দাঙ্গায় সৃষ্ট বাস্তুচ্যুত প্রায় ১৬ হাজার মানুষ কঙ্গো নদী পার হয়ে প্রতিবেশী প্রজাতান্ত্রিক কঙ্গো যা কঙ্গো-ব্রাজ্জাভিলে নামে পরিচিত দেশটিতে আশ্রয় চেয়েছে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক, এই হিংসাত্মক সহিংসতার কারণ অবিলম্বে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিৎ এবং অপরাধীদের বিচারের সম্মুখীন করা হবে।’
প্রতিবেদন অনুযায়ী এই সহিংসতায় কমপক্ষে ৮২ জন আহত হয়েছে, জাতিসংঘের মতে হতাহতের সংখ্যা আরও বেশি। মানবাধিকার সংস্থার কার্যালয় একটি তদন্ত পরিচালনা শুরু করেছে বলে জানায়। মায়-দম্বে প্রদেশের যুম্বি সাধারণতে একটি শান্তিপ্রিয় এলাকা হিসেবেই পরিচিত। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পাশাপাশি পূর্ব উত্তর কিউভ প্রদেশের বেনী ও বুতেম্বোতে নির্বাচন কমিশন নিরাপত্তাহীনতা এবং ইবোলা প্রাদুর্ভাবের কারণ দেখিয়ে আগামী মার্চ মাস পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।