Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে দুর্বৃত্তের আগুনে সংখ্যা লঘুর দোকানঘর পুড়ে ছাই

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ৩:০৫ পিএম
ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তের  আগুনে হিন্দু পরিবারের একটি দোকান ঘর পুড়ে ছাই। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক একটার সময় উপজেলার ১৫ নং শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোপাল বিশ্বাসের সাগর স্টোর নামে একটি মুদি মনোহরী দোকানে এ ঘটনা ঘটে। এতে দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।  স্থানীয়রা জানায়, রাতের আধারে দোকানে আগুন দেয়ার পূর্বে  গোপালের দোকান ঘরে বাহির থেকে দুর্বৃত্তরা দরজা আটকে রেখে গোপালের দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। কাছাকাছি কোন পানির ব্যবস্থা না থাকায় স্থানীয়রাও নির্বাক তাকিয়ে থাকে। স্থানীয়রা আরো জানায়, এলাকায় আরকোন দোকান না থাকায় তিন গ্রামের লোকজন এ দোকান থেকে কেনাকাটা করতো।  ক্ষতিগ্রস্থ গোপাল জানায়, রাতে দোকান বন্ধ করে দোকানের মধ্যে গোপাল ও তার স্ত্রী মঞ্জু রানী বিশ্বাস ঘুমিয়ে পড়ে। আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। দরজা খুলে বাহিরে বের হতে চাইলে বুঝতে পারে বাহির থেকে দরজা আটকানো । পরে দোকানের উপর থেকে খেজুর গাছ বেয়ে দম্পতি বাহিরে আসলে ও দোকানের মালামাল সহ টাকা-পয়সা কিছুই রক্ষা করতে পারেনি। গোপাল আর ও জানায়, এতে তার নগদ ১লক্ষ ৮০ হাজার সহ প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন। খবর পেয়ে সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, বর্তমান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, স্থানীয়র ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা ঘটনা স্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং সহযোগীতার আশ্বাস দেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ