Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ হাজার ইয়াবাসহ ২ মোটর সাইকেল আরোহী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে ১৯ হাজার ইয়াবাসহ দুই মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আংড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মাফুজ আহমেদ (৩২) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র মো. গোলাম মোর্শেদ (৪২)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসায় জড়িত। চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী দরে ইয়াবা কিনে তা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো তারা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ