Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণুবাহী আন্ডারওয়াটার ড্রোন মোতায়েন রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পানির নিচে পরমাণু অস্ত্রবাহী ৩০টি ড্রোন মোতায়েন করছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার সরকারি গণমাধ্যম তাশ নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, রাশিয়া যে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে সেগুলোর প্রত্যেকটি এক সঙ্গে দু’টি করে পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। একই সঙ্গে ৭০ নটিক্যাল মাইল ভ্রমণ করবে সেগুলো। রাশিয়ার শেভমাস শিপইয়ার্ডে পরমাণুবাহী ড্রোনগুলো তৈরি করা হচ্ছে। বেশ কিছু ড্রোন ইতিমধ্যে তৈরি সম্পন্ন হয়েছে। এর আগে গত বছর রাশিয়ার গণমাধ্যমে দাবি করা হয়েছিল, রাশিয়া বিভিন্ন রকম পরমাণু বোমাবাহী টর্পেডো তৈরি করেছে। এবার পানির নিচে চলার জন্য টর্পেডোর পরিবর্তে মনুষ্যবিহীন ড্রোন তৈরি করলো দেশটি। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ