Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানে নিহত ৪

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিদেশি কম্পাউন্ডের সামনে গাড়ি বোমা হামলায় চার জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯০ জন। সোমবার কাবুলের পূর্বাংশের গ্রিন ভিলেজ কম্পাউন্ডের সমানে এ হামলা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এই গ্রিন ভিলেজ কম্পাউন্ডে বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি ও ত্রাণ সংস্থার দপ্তর রয়েছে। এএফপি।

চরম খাদ্যসঙ্কট
ইনকিলাব ডেস্ক : তহবিল সংকটের কারণে ফিলিস্তিনে কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)। জাতিসংঘের খাদ্য কর্মসূচি বন্ধের কারণে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে দেশটিতে। ডবিøওএফপি’র ফিলিস্তিনের ডিরেক্টর স্টিফেন কিয়েরনি জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে পশ্চিম তীরের প্রায় ২৭ হাজার মানুষ জাতিসংঘের খাদ্য সহায়তা পাচ্ছে না। গাজায় এক লাখ ৬৫ হাজার মানুষকে সহায়তাও বন্ধ হয়ে গেছে। রয়টার্স।

মাকড়সা বৃষ্টি!
ইনকিলাব ডেস্ক : যদি বৃষ্টির পানির বদলে ঝরে পড়তে থাকে লাখ লাখ মাকড়সা! ভয়ে শিউরে উঠবেন নিশ্চয়ই? ব্রাজিলে সম্প্রতি এমনই মাকড়সা বৃষ্টির সাক্ষী হয়েছে মিনাস গেরাইস রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা। গরম, আর্দ্র আবহাওয়ার সময় এই অঞ্চলে এমন ঘটনা অস্বাভাবিক নয়। আবহাওয়ার কারণে এমন মাকড়সা বৃষ্টির সাক্ষী হয় গ্রামবাসী। গার্ডিয়ান।

তালেবান নেতা আটক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহর থেকে আফগানিস্তানের একজন সিনিয়র তালেবান নেতাকে আটক করা হয়েছে। আটক তালেবান নেতা হাফেজ মোহিবুল্লাহ ২০০১ সালে ইঙ্গ-মার্কিন হামলায় পতন হওয়া তৎকালীন তালেবান সরকারের ধর্মমন্ত্রী ছিলেন। মার্কিন সরকার বহুবার অভিযোগ করেছে, আফগান তালেবানের জন্য পাকিস্তান একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাকিস্তান অবশ্য আফগানিস্তানে নিজের প্রভাব ধরে রাখার জন্য তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ অস্বীকার করছে। পার্সটুডে।

নেতানিয়াহুর স্বীকারোক্তি
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, শুক্রবার সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেখানে ইরান ও হেজবুল্লাহর কয়েকশ’ স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। মিডল ইস্ট মনিটর।

একজন বেঁচে আছে
ইনকিলাব ডেস্ক : ইরানের আলবুর্জ প্রদেশের কারাজ শহরে বোয়িং ৭০৭ নামের একটি মালবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শুধু একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিরঘিজিস্তান থেকে আমদানিকৃত গোশত নিয়ে বিমানটি দেশে ফেরার পথে স্থানীয় সোমবার সকাল সাড়ে আটটার দিকে এই বিধ্বস্তের ঘটনা ঘটে। এটি ইরানের সেনাবাহিনীর বিমান ছিল বলে তাদের জনসংযোগ দপ্তরের একটি ঘোষণায় বলা হয়েছে। । ফার্স নিউজ এজেন্সি।

উদ্বৃত্ত বাড়ছেই
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উদ্বৃত্ত বৈষম্য ২০১৮ সালে আরো বেড়েছে। দেশটির কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১৭ শতাংশ বেড়েছে। টাকার অংকে ৩২ কোটি ৩শ ৩২ লাখ ডলার। এদিকে স্থিতিশীল রয়েছে দুই দেশের বাণিজ্যের পরিমাণ। উন্নয়নের ভিত্তিতে দুই দেশ ভিন্ন অবস্থানে থাকলেও বেশ ভালো অবস্থানে রয়েছে উভয় দেশের অর্থনীতি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ