Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়িতে এসআইয়ের ভাতিজা ১৭০ পিছ ইয়াবাসহ গ্রেফতার

সরিষাবাড়ি(জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ২:১৫ পিএম

সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের মাহবুবুর রহমানের বসত বাড়ীর সামনে থেকে সোমবার গভীর রাতে এসআই রফিকের ভাতিজা রাজিবকে ১৭০ পিছ ই্য়াবাসহ গ্রেফতার করে সরিষাবাড়ি থানা পুলিশ। জানা গেছে, মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের নাজির উদ্দিনের ছেলে রাজিব হোসেন (২২) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। সোমবার সন্ধ্যা রাতে ১৭০ পিছ ইয়াবার একটি চালান তার বাড়ীতেই আসে ঢাকা থেকে। এ খবর পুলিশ সন্ধ্যার পরেই জানতে পায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ি থানার এসআই আরিফুল ইসলাম, এসআই সাকলাইন, এএস আই ফরহাদ এএসআই শাহাদত ও এএসআই সাইফুল ইসলাম রাত ১২টায় অভিযান চালিয়ে ঐ মাদক ব্যবসায়ী রাজিবকে তার পাশের বাড়ী মাহবুবুর রহমানের বাড়ীর সামনে থেকে ১৭০ পিছ ই্য়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকাবাসী জানায়, রাজিবের চাচা এসআই রফিক ঢাকার আশুলিয়া থানার চাকুরীরত এ সুবাদে চাচার দাপটে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে সে। এ ই্য়াবা ব্যবসার সাথে রাজিবের চাচা জড়িত কিনা সে ব্যাপারে জানতে চাইলে এলাকার অনেকেই সাংবাদিকদের সামনে মুখ খুলে কিছু বলতে অপারগতা প্রকাশ করে। এ ব্যাপারে গ্রেফতারকৃত রাজিবের চাচা এসআই রফিকের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, ঐ ভাতিজার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি থাকি ঢাকায় সে থাকে গ্রামের বাড়ীতে, অবৈধ ব্যবসা করলে ধরা পড়বে, সাজা ভোগ করবে এটাই স্বাভাবিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরিষাবাড়ী থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ