Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ময়লার গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহতের গুজবে সড়ক অবরোধ ভাংচুর

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১:১৮ পিএম

ঢাকার সাভারে সিটি কর্পোরেশনের ময়লা বোঝাই গাড়ী ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহতের গুজবের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সিটি করর্পোরেশনের ময়লা বোঝাই কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এঘটনা ঘটে।
আহত মনোয়ারা বেগম আমিনবাজারের তুরাগ এলাকার ‘ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স লিমিটেড’ পোশাক কারখানার শ্রমিক।
কারখানার ব্যবস্থাপক (কমপ্লাইন্স) মিল্টন কাজী জানান, আহত শ্রমিককে ঢাকা সরহয়ারদী হাসপাতালে নেয়া হয়েছিল। তবে সে সুস্থ্য রয়েছে। যেহেতু শ্রমিকরা বেরিয়ে গেছে তাই কারখানাটি আজকের জন্য ছুটি দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার শ্রমিকরা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে আমিনবাজারের সালেপুর ব্রিজের কাছে ইউর্টান নেয়ার সময় শ্রমিকদের বাসের সাথে সিটি কর্পোারেশনের ময়লা বোঝাই একটি গাড়ির ধাক্কায় লাগে। তখন শ্রমিকদের সাথে ময়লার গাড়ির চালকদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ময়লারগাড়ির চালকের ধাক্কায় শ্রমিক মনোয়ারা আহত হয়।
কিন্তু মুহুতের মধ্যে ওই শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। পরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। তখন ময়লা বোঝাই বেশ কয়েকটি গাড়ি বলিয়ারপুরে ডাম্পিং পয়েন্টে যাওয়ার পথে শ্রমিকদের অবরোধের মুখে পড়লে তাদের গাড়ির কার্চ ভাঙচুর করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে প্রায় তিন ঘন্টা পর বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) আবদুল আউয়াল বলেন, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আহত শ্রমিক সুস্থ্য রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ