পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গান গেয়ে বাজিমাত করলেন মাইনুল আহসান নোবেল। বাংলাদেশের এই নোবেল যেন কলকাতার জি বাংলা চ্যানেলের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে প্রতিভার ফিনিক্স পাখি হয়ে ধরা দিয়েছেন। তার গায়কী নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তর্ক-বিতর্ক হয়। এর মধ্যেই গানের মধ্যে থেকে যেন তিনি বারবার জন্ম নিচ্ছেন শিল্পী হিসেবে।
ভারতের কোলকাতার চ্যানেলটির প্রতি পর্বে চ্যালেঞ্জ আর নিজেকে ছাড়িয়ে যাবার পিপাসার মহাসমুদ্র পাড়ি দিয়ে চলেছেন নোবেল। গানে গানে ভাসিয়ে দিচ্ছেন দুই বাংলার দর্শক-শ্রোতার মন। জয় করে নিচ্ছেন তুমুল জনপ্রিয় প্রতিযোগিতাটির বিচারকদের প্রশংসা আর স্তুতি বাক্য। করপোরেট পপুলারিটি বা যাই হোক না কেন, নোবেল এখন ‘সা রে গা মা পা’র আইকন।
মূলত ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’তে জেমসের ‘বাবা’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন মাঈনুল আহসান নোবেল। তিনি গেয়েছেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, মাইলসের ‘ফিরিয়ে দাও’সহ বাংলা-হিন্দি আরও অসংখ্য জনপ্রিয় ও কঠিন গান। তুমুল জনপ্রিয় এইসব গানগুলো নতুন করে ভাইরাল হয়েছে নোবেলের কণ্ঠে। শুধু তাই নয় নোবেল গেয়েছেন রবীন্দ্র সংগীতও। পেয়েছেন প্রশংসা। সেই ধারাবাহিকতায় শনিবার প্রচারিত অনুষ্ঠানে তিনি বাজিমাত করলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান গেয়ে।
গতকাল শনিবার দিবাগত রাতে জি বাংলায় প্রচার হওয়া পর্বে নোবেলকে মঞ্চে দেখা যায় সাদা পাজামা-পাঞ্জাবীর উপর ঘিয়ে রঙের কোট পরিহিত। মাথায় দেখা যায় সাদা রঙের টুপি। কাজী নজরুল ইসলাম এই টুপিই ব্যবহার করতেন। নোবেলের সঙ্গে মঞ্চে উঠে একদল বাদক। তাদের বাদ্যের তালে তালে নোবেল গেয়ে শোনান বিদ্রোহী কবির ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। সঙ্গে ছিলো কোরাসের সহশিল্পীরাও। এসময় মঞ্চে উপস্থিত দর্শক উল্লাস ধ্বনিতে ফেটে পড়েন। বিচারকের আসনে বসা শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর ও শান্তুনু মৈত্রকেও দেখা যায় মাথা দুলিয়ে গানটি উপভোগ করবেন। গান শেষে তারা নোবেলের গায়কীর প্রশংসাও করেন।
রাতে গানটি প্রচারের পর মুহূর্তেই সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জি বাংলার ফেসবুক পেজে গানটিতে লাইক ও রিঅ্যাক্ট পড়েছে ৭৫ হাজারেরও বেশি। ৫৫ হাজার জন শেয়ার দেয়া ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন ১৪ লাখ দর্শক। উল্লেখ বিদ্রোহী কবি কাজী নজরুলের এই গানটি জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবিতে ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত মাইনুল আহসান নোবেল ছাড়াও এবার সা রে গা মা পা’য় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা। সিঁথি’র বাঁসির মতো শিস ব্যপক জনপ্রিয়তা পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।