Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছেদ নয়, স্ত্রীর কাছেই ফিরছেন নোবেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ৭:০৯ পিএম

দীর্ঘদিন ধরে গায়ক নোবেলের সঙ্গে দাম্পত্য সম্পর্কের টানাপড়েন চলছিল স্ত্রী সালসাবিল মাহমুদের। এবার তাদের সম্পর্কের টানাপোড়নের বিষয়টি নতুন মোড় নিয়েছে। তাদের দু’জনের কেউ নাকি এখন আর আলাদা থাকতে চান না। এমনটা জানিয়েছেন নোবেল নিজেই। এছাড়া স্ত্রীর সঙ্গে এই গায়কের বিবাদের বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১১ অক্টোবর) নোবেল তার ফেসবুক পেজে লেখেন, ‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দু:খিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না। ’

এদিকে ডিভোর্সের বিষয়টি ‘মীমাংসা’ প্রসঙ্গে নোবেল বলেন, ‘আমাদের বয়স কম! হুটহাট করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমার স্ত্রীর সঙ্গে এখন কথা হয়। আমরাও এখন চাই না আলাদা হয়ে যেতে। আর আমাদের পরিবারও বিষয়টি নিয়ে কথা বলছে। এখন দেখা যাক কী হয়। আমরা সব ভুলে আবার এক হতে চাই। ’

এর আগে, ১১ সেপ্টেম্বর গায়ক নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। তালাকের নোটিশ হাতে পাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন এই গায়ক। এরপর নোবেলের বিরুদ্ধে চরম মাদকাসক্ত, নারীনেশায় আসক্ত থাকার অভিযোগ আনেন সালসাবিল। স্ত্রী ‘বিষ খাইয়ে’মারার চেষ্টা করেছিলেন বলে পাল্টা অভিযোগে তোলেন নোবেল। পাত্রী চেয়েও ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

গত শনিবার (৯ অক্টোবর) নোবেল এক ফেসবুক পোস্টে জানান, পাত্রী খুঁজছেন তিনি। এর একদিন না পেরোতেই এই গায়ক দাবি করলেন, স্ত্রীর সঙ্গে তার সব বিবাদের মীমাংসা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে রাতারাতি আলোচনায় আসেন নোবেল। তার কণ্ঠে দেশের বিভিন্ন ব্যান্ডের গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তাকে সঠিকভাবে কাজে না লাগিয়ে বারবার কেবল বিতর্কেরই জন্ম দিয়েছেন। ওই বছরেরই ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের নোটিশ পাঠায় সালসাবিল। নোবেল তালাকের নোটিশ গ্রহণ করেছেন। নোটিশ পাঠানোর তিন মাস পর তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হবার কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ