Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অসহনীয় ধুলোবালি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ধুলোবালির যন্ত্রণার শিকার নগরবাসী। নগরীর সব রাস্তা ধুলোবালিতে ভরপুর। শহরের বড়-ছোট সব রাস্তায় নগরবাসী বের হলেই মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে রাস্তার ধুলোবালির কারণে। আবহাওয়া পরিবর্তনে এমনিতে সব শ্রেণির মানুষের এখন জ্বর, সর্দি, কাশি ও নানা ধরনের চামড়ার চুলকানির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন দৃশ্যমান কাজ করে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগর ও নগরবাসীকে পরিস্কার-পরিচ্ছন্ন নিরাপদ জীবনযাপনে উপদেশ-পরামর্শ প্রদান করলেও বাস্তবে কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে বলে মনে হয় না। প্রায় ৭০ লাখ নগরবাসীর নিত্যদিনের যন্ত্রণার সঙ্গী ধুলোবালি। নগর পরিস্কার-পরিচ্ছন্নতায় হাজারো অনিয়ম লক্ষণীয়। ধুলোবালির সঙ্গে পরিচ্ছন্নকর্মীদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নগরবাসীর সুস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি বছর শুস্ক মৌসুমে ধুলোবালির যন্ত্রণায় নগরবাসী নাকাল হয়ে পড়ে। এ যন্ত্রণা থেকে নগরীর প্রায় ৭০ লাখ মানুষ নিস্তার চায়।
মাহমুদুল হক আনসারী
চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন