বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীর সম্পত্তির হিসাব দাখিলের সিদ্ধান্ত ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম থেকেই দিলাম। একথা বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, আমার মন্ত্রণালয়কে ক্রমেই টপফাইভে নিয়ে যেতে চাই। দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই আমার দরজা খোলা থাকবে। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন তার সম্মান রাখবোই। ব্যর্থতা নিয়ে ফেরত যেতে চাই না। যেদিন দুর্নীতি আমকে স্পর্শ করবে সেদিনই হবে মন্ত্রণালয়ে আমার শেষ দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।