Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমকামিতা সহ্য করা হবে না : বিপিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


সমকামিতাকে ভারতের সুপ্রিম কোর্ট আইনি বৈধতা দিলেও তা মানতে নারাজ ভারতীয় সেনাবাহিনী। সেনাসদস্যদের মাঝে সমকামিতা কখনোই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর কিছু নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সংবিধানের ৩৭৭ ধারা খারিজ করে সমকামীতাকে বৈধতা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ভেতরে রয়েছে আগের চিত্র। সেনাবাহিনীতে সমপ্রেমী সম্পর্ক মেনে নেয়া হয় না বলে দাবি করেছেন রাওয়াত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতীয় সেনাবাহিনীর এই প্রধান। রাওয়াতকে তার রুটিন বার্ষিক সংবাদ সম্মেলনে সমকামীতাকে আইনি বৈধতা দেয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা দেশের আইনের ঊর্ধ্বে নই। কিন্তু যখনই কেউ সেনাবাহিনীতে যোগ দেয়, তখন কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন তাকে মেনে চলতেই হয়।’ এমনকি পরকীয়া নিয়েও ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশের উল্টো সুর রাওয়াতের গলায়। বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলা আইনের চোখে আর অপরাধ না হলেও পরকীয়া নিয়ে সেনাবাহিনী এখনও গোঁড়া মনোভাবই বজায় রেখেছে বলে মন্তব্য করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ