Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় বসার আহ্বানে শর্তারোপ জে. বিপিনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, তার দেশের সঙ্গে আলোচনায় বসতে হলে পাকিস্তানকে সেক্যুলার শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পর এ শর্ত দিলেন ভারতীয় সেনাপ্রধান। জেনারেল বিপিন রাওয়াত বলেন, পাকিস্তান যেদিন ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে সেদিন নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসার যোগ্য হবে ইসলামাবাদ। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার কথা থাকলেও বর্তমানে দেশটি শাসন করছে উগ্র হিন্দু মৌলবাদী দল বিজেপি। ভারতের সেনাপ্রধান তার দেশের নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সীমান্ত অতিক্রমী জঙ্গি’ পাঠানোর জন্য পাকিস্তানকে দায়ী করে আরো বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একই সময়ে চলতে পারে না। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম শত্রুতামূলক সম্পর্কে অন্যতম প্রধান কারণ কাশ্মীর। বর্তমানে দু’দেশের সীমান্তে অবস্থিত কাশ্মীরের কিছু অংশ করে নিয়ন্ত্রণ করছে উভয় দেশ। কিন্তু দু’দেশই গোটা কাশ্মীরের মালিকানা দাবি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীরের জনগণকে গণভোটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জে. বিপিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ