Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ১০ লাখ অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আগামী তিন বছরের মধ্যে আরও ১০ লাখ অভিবাসীকে স্বাগত জানাতে চায় কানাডা। দেশটির পার্লামেন্ট নতুন এই পরিকল্পনার ঘোষণা দেয়। আগামী তিন বছরে তাদেরকে স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেবে দেশটি। কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো২০১৭ সালে ২ লাখ ৮৬ হাজার স্থায়ী বাসিন্দাদের স্বীকৃতি দেয় কানাডা। এবছর সেটা সাড়ে তিন লাখ হতে পারে। আর ২০২০ ও ২০২১ সালে সেটা হতে পারে যথাক্রমে ৩ লাখ ৬০ হাজার ও ৩ লাখ ৭০ হাজার। কানডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, ‘আমাদের ইতিহাসে নতুনদের স্বাগত। কানাডা এমন একটি সংস্কৃতি গড়ে তুলেছে যা সবার জন্যই স্বাচ্ছন্দ্যের। হুসেন নিজেই সোমালিয়ার অভিবাসী। তিন বলেন, এই অভিবাসীদের কারণে কানাডার শ্রমশক্তি আরও সংহত হবে। রয়টার্স।

 



 

Show all comments
  • Siam Khan ১৮ জানুয়ারি, ২০১৯, ৩:২৩ পিএম says : 0
    Dhaka and PaBna
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ