Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরে অনেক গান উপহার দেবেন তাহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নতুন বছরে অনেক গান দর্শক-শ্রোতাদের উপহার দিতে চান সঙ্গীতশিল্পী তাহসান। ধারাবাহিকভাবে আসবে তার মিউজিক ভিডিও। ইতোমধ্যে বেশ কয়েকটি গানের কাজ শেষ করেছেন বলে জানান তিনি। তাহসনো বলেন, এ বছরের প্রথম মাস থেকেই গানের ভিডিও প্রকাশ করবো। বিশেষ করে আগামী দুই মাসে তিনটি ভিডিও আসবে। এরমধ্যে দুটি গানের ভিডিওর কাজ শেষ। এ দুটি হলো মায়াবী আলোতে ও এত মায়া। মায়াবী আলোতে-এর ভিডিও ধারণ করা হয়েছে আমেরিকায়। নিউ ইয়র্ক ও ম্যানহাটনে এর কাজ হয়েছে। রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সুর-সংগীত করেছেন অদিত, অমিত, আমজাদ ও তাহসান নিজে। তাহসান বলেন, এই ভিডিওটির সঙ্গে জড়িত প্রায় সবাই বাইরের। আমেরিকান নির্মাতা ও ৭ জন মডেল এখানে কাজ করেছেন। ম্যানহাটনে ব্রিটিশ পাবেতে এর দৃশ্যধারণ হয়েছে। পুরো পৃথিবীর মানুষ গানটার সুর পছন্দ করবে বলেই আমার বিশ্বাস। এর পরপরই আসবে তার আরও একটি ভিডিও। এত মায়া নামের গানটির কথা লিখেছেন মাকসুদ আলম রিফাত। সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। এর ভিডিও নির্মাণ হয়েছে ঢাকাতে। এটি করেছে লাফিং এলিফ্যান্ট টিম। এদিকে তাহসান অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি একদিন’ মুক্তি পাচ্ছে ফেব্রæয়ারিতে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় এতে তাহসানের বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী। সিনেমা থেকে প্রকাশিত দুটি গান এরমধ্যে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহসান

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ