Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১০:৩৫ এএম

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১০ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ফরাসগঞ্জঘাট ও মিলব্যারাকঘাট বরাবর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দুইটি উদ্ধার করা হয়। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যার দিকে ফরাসগঞ্জ ও মিলব্যারাকঘাট দিয়ে নদীপথে চলাচলকারী কিছু লোকজনের মাধ্যমে নদীতে ভাসমান দুইটি লাশের খবর জানতে পারি। খবর পেয়েই আমরা দ্রুত ফরাসগঞ্জ ঘাট এলাকায় নদী থেকে এক যুবকের লাশ এবং পরে মিলব্যারাকঘাট বরাবর নদীর মাঝখান থেকে অপর যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করি। ফরাসগঞ্জঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের পরনে ছিল শুধু কালো রঙের একটি প্যান্ট। এই যুবকের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। আর মিলব্যারাকঘাট বরাবর নদীর মাঝখান থেকে উদ্ধার হওয়া লাশের পরনে ছিল ফুলহাতা কালো ও সাদা রঙের চেক শার্ট ও কালো রঙের স্যুয়েটার। তার মাথায় ও ডান পায়ের হাটুর নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত দুই যুবকের মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না।



 

Show all comments
  • M N Ahmed ১১ জানুয়ারি, ২০১৯, ১:০১ পিএম says : 0
    I think they are the activists of Oikkofront who were kidnapped during election campaign. Who else could be?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়িগঙ্গা

২৯ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ