Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ১০ ডাকাত গ্রেফতার

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আস্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ ইসলাম সাংবাদিকদের এ সব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবির ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

পরে ডাকাত দলের সদস্য নাটোর জেলার গুরুদাসপুর থানার বালখা গ্রামের মাহবুব হোসেন, শরিয়তপুর জেলার গোশাইরহাট থানার চরমাইশকান্দি গ্রামের বাবুল মাল, গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাটিবৈবাল গ্রামের রেজাউল হোসেন, গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মিজানুর রহমান, কুমিল্লার সদর দক্ষিণ থানার পারবাইল গ্রামের মীর হোসেন, জামালপুরের ইসলামপুর থানার কাছিহারা গ্রামের মুনছুর আলী, দেওয়ানগঞ্জ থানার দীঘলকান্দি গ্রামের সুমন শেখ, সদর থানার চন্দ্রা গ্রামের রফিকুল ইসলাম ওরফে চাঁন মিয়া, কুড়িগ্রামের রৌমারী থানার সুলতান মিয়া, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আবদুর রশিদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, দুটি বড় রামদা, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ