মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির তিন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বৃহস্পতিবার ধর্মঘটে যাওয়ায় ছয়শ’রও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ ফলে এক লক্ষেরও বেশি যাত্রী সমস্যায় পড়েছেন৷ স্থানীয় সময় ভোর তিনটায় শুরু হয়া এই ধর্মঘট।
জার্মানির তৃতীয় বৃহত্তম বিমানবন্দর ড্যুসেলডর্ফসের মতো কোলন/বন ও স্টুটগার্ট বিমানবন্দরেও ধর্মঘট চলছে৷ এই বিমানবন্দরগুলোতে বৃহস্পতিবার মোট ১,০৫০টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা৷ এর মধ্যে প্রায় ৬৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে৷ কোলন/বন বিমানবন্দরে কার্গো বিমান পরিচালনায়ও ধীরগতি এসেছে৷
এদিকে, ধর্মঘটের কারণে জার্মানির অন্যান্য বিমানবন্দরের যাত্রীরাও সমস্যায় পড়ছেন৷ কারণ, ঐ তিন বিমানবন্দর থেকে বিমান ছেড়ে অন্য বিমানবন্দরে যেতে না পারলে, সেখান থেকে ঐ বিমানগুলো দিয়ে যেসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা ছিল, তা সম্ভব হচ্ছে না৷ তাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরুর আগে যাত্রীদের তাদের ফ্লাইট স্ট্যাটাস দেখে নেয়ার পরামর্শ দিয়েছে ‘বার্লিন এয়ারপোর্ট সার্ভিস’৷
নিরাপত্তা কর্মীরা তাদের মজুরি ঘণ্টাপ্রতি ১৭ ইউরো থেকে বাড়িয়ে ২০ ইউরো করার দাবি জানিয়েছেন৷ অর্থাৎ, প্রায় ১৮ শতাংশ মজুরি বাড়াতে চাইছেন তারা৷ তবে মালিকপক্ষ দুই থেকে আট শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে৷ দাবি আদায়ে সোমবার বার্লিনের দুটি বিমানবন্দরে প্রথমবারের মতো ধর্মঘট করেছিলেন সেখানকার নিরাপত্তা কর্মীরা৷ অল্প পরিসরে ঐ ধর্মঘটের কারণে অবশ্য ৫০টির মতো ফ্লাইট বাতিল করতে হয়েছিল৷
বৃহস্পতিবার নিরাপত্তা কর্মীরা ব্যানার ও বাঁশি বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ মালিকপক্ষের সঙ্গে নিরাপত্তা কর্মীদের প্রতিনিধিত্ব করা সংগঠন ভ্যার্ডি’র পরবর্তী আলোচনা ২৩ জানুয়ারি হওয়ার কথা৷ সূত্র: ডি ডাব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।