Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলিদের ইমরান খানের অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

পূর্বসূরিরা পারেননি। ৭১ বছর ধরে চেষ্টা করে গেছে ভারত। সবচেয়ে কাছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা মহেন্দ্র সিং ধোনিকেও ফিরতে হয়েছে ব্যর্থ হাতে। অবশেষে সফল হলেন বিরাট কোহলি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে অধরা টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। শুধু ভারত নয়, এশিয়ার প্রথম দল হিসেবেই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে ভারত। স্বাভাবিকভাবে বিশ্ব ক্রিকেটে চলছে এখন কোহলির ভারত বন্দনা। বাদ গেল না পাকিস্তানও। কোহলি ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান। এক টুইটার বার্তায় কোহলি ও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এই কিংবদন্তী লিখেছেন, ‘উপমহাদেশের দল হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের জন্য কোহলি ও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।’
চার ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। সিডনিতে সিরিজ নির্ধারণী ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ড্র হয়েছিল। সে ম্যাচেও জয়ের পথে ছিল ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনন্দন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ