মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তুলতে চাইছেন। কিন্তু একটি সমীক্ষায় বলা হচ্ছে, মার্কিন নাগরিকদের মধ্যে প্রায় ১৬ শতাংশ পাকাপাকিভাবে দেশ ছাড়তে আগ্রহী। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে এই সংখ্যাটা ছিল ১১ শতাংশ আর বারাক ওবামার আমলে ১০ শতাংশ। তবে ডোনাল্ড ট্রাম্পের জমানায় সেটা রেকর্ড ১৬ শতাংশে পৌঁছেছে। ২০১৭ সালেও এ সংখ্যাটা এমন ছিল। বিশেষজ্ঞরা বলছেন, দেশ ছাড়তে চাওয়া নাগরিকদের মধ্যে নারীই বেশি। আর এটিকেই লক্ষণীয় বলে মনে করছেন তারা। বুশ বা ওবামার শাসনামলে দেশ ছাড়তে ইচ্ছুকদের মধ্যে নারী-পুরুষ ভেদ প্রকট ছিল না। কিন্তু এবার ১৩ শতাংশ পুরুষের পাশে ২০ শতাংশ মহিলা দেশ ছাড়তে চান বলে জানিয়েছেন। তার মধ্যে আবার ৪০ শতাংশের বয়স ৩০-এর নিচে। একইভাবে সার্বিক সংখ্যার বিচারেও কমবয়সীদের পাল্লা ভারী। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৩০ শতাংশই দেশ ছাড়তে চায় বলে ওই সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষকদের মতে, ট্রাম্পকে নিয়ে অসন্তোষের কারণেই দেশ ছাড়তে চাওয়া নাগরিকদের সংখ্যা বাড়ছে।এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।