Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে আরব-আমিরাত ৬২০ কোটি ডলার দেবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তানকে সহায়তা করতে ৬২০ কোটি মার্কিন ডলার দেয়া হবে বলে নিশ্চিত করেছে সংযুক্ত আরব-আমিরাত। ইসলামাবাদে এক ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই সহায়তা প্যাকেজ হিসেবে দেয়া হবে, যার মধ্যে বিলম্বিত পরিশোধের আওতায় ৩২০ কোটি মার্কিন ডলারের তেল সরবরাহ করা হবে। রোববার আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে বৈঠকে এই চুক্তি সাক্ষরিত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, আবুধাবি সেখানে ‘বিশাল বিনিয়োগ’ করতে যাচ্ছে বলে নিশ্চিত করলেও তিনি কোন পরিমাণ উল্লেখ করেননি। তিনি জানান, এর মধ্যে পাকিস্তানে একটি তেল শোধনাগার নির্মাণের কথা রয়েছে। বিলম্বিত পরিশোধের সুযোগ দিয়ে তেল সরবরাহের চুক্তি চূড়ান্ত হয়েছে এবং শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইসলামাবাদে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের একজন কর্মকর্তা আবিদ উল গফুর বলেন, আবুধাবি তেল, পর্যটন ও কৃষি খাতে বিনিয়োগের জন্য একটি তহবিল গঠন করবে। ২০১৮ সালে মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য ২৫ শতাংশ হারানোর পর পাকিস্তান ঋণ পরিশোধের সংকট মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহের চেষ্টা করছে। সাহায্যের জন্য ইমরান খান সউদী আরব, চীন এবং এখন আবুধাবিতে গিয়েছেন, একই সঙ্গে ইসলামাবাদ ৭০০ কোটি ডলার ঋণ মুক্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনা করছে। এখন পর্যন্ত, বেইজিং পাকিস্তানকে ৪০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সউদী আরবও তার এই দক্ষিণ এশীয় সহযোগীকে ৬০০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। গত মাসে, রাষ্ট্র পরিচালিত আবুধাবি ফান্ড ফর ডেভলপমেন্ট জানায়, তরল্য সংকট মোকাবেলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির জন্য স্টেট ব্যাংক অফ পাকিস্তানে তারা ৩০০ কোটি মার্কিন ডলার জমা রাখবে। রোববার বৈঠক ছিল গত আগস্ট মাসে ক্ষমতায় আসার ইমরান খান ও আবুধাবির প্রধান যুবরাজের মধ্যে তৃতীয় বৈঠক। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ