Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কার উপস্থাপনায় আগ্রহী নন ক্রিস রক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কমেডিয়ান ক্রিস রক অস্কার অনুষ্ঠান উপস্থাপনায় তার অনীহার কথা প্রকাশ করেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটানে একটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি বলেন, “ পাঁচ বছর আগে হলে আমি হয়তো খুব আপত্তিকর আর হাসির কিছু বলতে পারতাম আমি, কিন্তু এখন আমি আর তা করতে পারি না!” রক আরও বলেন, “ স্টিভ মার্টিন তো এখানে আছেন। আপনি অস্কার উপস্থাপনা করতে পারেন। কারণ আমি করছি না। আমাকে আপনারা আর ধরতে পারবেন না।” কেভিন হার্ট সমকামিতা-বিরোধী মন্তব্য করে অস্কার দায়িত্ব থেকে অব্যাহতি পাবার পর অ্যাকাডেমি নতুন উপস্থাপকের সন্ধান শুরু করলে রকের সম্ভাবনা দেখা দেয় উপস্থাপনায়। রক ২০০৫ ও ২০১৬তে সফলভাবে অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আগামী ২৪ ফেব্রæয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯১তম অস্কার পুরস্কার দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্কার

২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ