Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জনি ডেপ একজন ‘দানব’ : অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অভিনেতা জনি ডেপের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলার সময় ২০১৬’র আগস্টে অভিনেত্রী অ্যাম্বার হার্ড ৪৭১ পৃষ্ঠার যে লিখিত জবানবন্দি আদালতে জমা দিয়েছিলেন তার অংশ বিশেষ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে হার্ড তাদের ২৩ মাসের দাম্পত্য জীবনে যে নির্যাতনের শিকার হয়েছিলেন তার বর্ণনা দিয়েছেন। এই দলিলে থেকে জানা যায় ২০১৬’র ২১ মে তারিখে লস অ্যাঞ্জেলেসের একটি পেন্টহাউসে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে অ্যাম্বারের বন্ধুরা পুলিশ ডেকে আনে। এর পরিপ্রেক্ষিতে অ্যাম্বার জনির আচরণকে বর্ণনা করেছেন : “জনি আর আমি তার এই অন্য ব্যক্তিত্বটিকে, যে আমাকে শারীরিকভাবে নির্যাতন করত, দানব বলে চিহ্নিত করতাম। আর সেই অন্য মানুষটি তার মাঝে অনেক বছর ধরেই অবস্থান করে এসেছে। আমি সেই দানবে ভয়ে পাথরের মত হয়ে যেতাম।” বর্ণনায় এসেছে :”ডেপ আমার তদিকে আমার ফোনটি যত শক্তিতে সম্ভব ছুড়ে মারত, আমার চুল মুঠি করে ধরত আর প্রচুর কাঁচের জিনিস ভাঙত, হাতাহাতির পর ভাঙা কাঁচের জিনিস মেঝেতে পড়ে থাকত।” তিনি বর্ণনা করেছেন পুলিশ এলেও ডেপকে গ্রেফতার না করেই ফিরে যায় কারণ ডেপের সিকিউরিটি কর্মী তাকে জানায় তারা কোনও কিছু ঘটতে দেখেনি এবং তারা হার্ডের মুখে কোনও আঘাতের দাগও দেখেনি, সুতরাং মামলার কোনও কারণও ছিল না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাম্বার হার্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ