Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধন পাচ্ছে ববি হাজ্জাজের এনডিএম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ৩:৪৭ পিএম
অবশেষে নিবন্ধন সনদ পাচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে আরও একটি দল। বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি। আপিল বিভাগে রায়ের ভিত্তিতে দলটিকে নিবন্ধন দেওয়া হলে নির্বাচনে নিজের প্রতীক নিয়ে অংশগ্রহণে যোগ্য দলের সংখ্যা দাঁড়াবে ৪০টি।
 
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নিবন্ধনের জন্য আবেদন করলে শর্ত পূরণ করতে না পারার কারণ দেখিয়ে আবেদন বাতিল করে ইসি। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৮ সালের ৮ জুলাই হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
 
এরপর গত ২১ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলের শুনানি শেষে রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। 
 
এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিল আজ (৭ জানুয়ারি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনডিএমকে নিবন্ধন দিতে হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায় বহাল থাকলো।
 
আদালতে এনডিএমের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেনে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা।
 
ববি হাজ্জাজ বলেন, এ রায় ঐতিহাসিক। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।


 

Show all comments
  • Md Sohel Rana ২৫ এপ্রিল, ২০২০, ১:২৮ পিএম says : 0
    আমার বাসা ভোলা আমি আপনার দলে জোখদান করতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিবন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ