Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফিকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে গতকাল রোববার বেলা ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা খানম প্রমুখ। সভাপতিত্ব করেন নড়াইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান।
বক্তারা বলেন, মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রিসভায় দেখতে চাই। মাশরাফির মতো পরিচ্ছন্ন লোক মন্ত্রী হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে। দেশ এগিয়ে যাবে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ