Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


হিমাচলে নিহত ৭
ইনকিলাব ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১২ জন। শনিবার রাজ্যের সিরমোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন শিক্ষার্থী। অপরজন বাসটির চালক। সিরমোর জেলার সংগ্রহ শহরের ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। জি নিউজ।

মিসরে পুলিশ নিহত
ইনকিলাব ডেস্ক : মিসরে একটি গির্জায় পাওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে ওই গির্জার কাছে বোমাটি পাওয়া যায়। নিকটবর্তী এক ভবনের ছাদে রাখা ছিলো সেটি। দুইদিন পরেই কপটিক বড়দিন উদযাপন করবেন দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নিরাপত্তা সূত্র জানায়, বোমা নিষ্ক্রিয় করার সময় ওই বিশেষজ্ঞ কর্মকর্তা প্রাণ হারান। রয়টার্স।

ফিলিস্তিনে গ্রেফতার ৫
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন টিভির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার টিভির কার্যালয়ে সশস্ত্রব্যক্তিরা হামলা চালিয়েছে। এসময় তারা বিভিন্ন সম্প্রচার যন্ত্রপাতি ভাঙচুর করে। ফিলিস্তিনি ব্রডকাস্ট কর্পোরেশনের (পিবিসি) নামের এই টেলিভিশন চ্যানেল থেকে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। এই কার্যালয়ের বিদ্যুতের উৎস দখলকৃত পশ্চিমতীর। বিবিসি।

দেবে না মস্কো
ইনকিলাব ডেস্ক : রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক একজন সাবেক মার্কিন মেরিন সেনাকে আমেরিকার হাতে তুলে দেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে মস্কো। ৪৮ বছর বয়সি মার্কিন নাগরিক পল হোয়েলানের আইনজীবীর পক্ষ থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তরের সম্ভাবনার কথা বলা হয়েছিল।ওই আইনজীবী এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ ধরনের ঘটনায় আমেরিকায় আটক কোনো রুশ বন্দির সঙ্গে মস্কোয় আটক মার্কিন বন্দিকে বিনিময় করা একটি স্বাভাবিক বিষয় এবং এক্ষেত্রেও হয়ত তার ব্যত্যয় ঘটবে না। আরটি।

উসমানে নিহত ১২৬
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে উসমান ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয়ভাবে উসমান নামে অভিহিত ঝড়টি গত সম্প্রতি আঘাত হানে। রবিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানান। ওই কর্মকর্তারা আরো জানান, ম্যানিলার দক্ষিণ-পূর্ব পার্বত্য বিকল অঞ্চলে ঝড়ে ১০০ জনের মৃত্যু হয়। এছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় সমার দ্বীপে ১১ জন প্রাণ হারায়। এদের অধিকাংশ ভূমিধস ও বন্যাজনিতকারণে মারা যায়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ