Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপা নেতাকে কুপিয়ে জখম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

 শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টিরসহ প্রচার সম্পাদক রিপন আলী (২৬) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী বাজারে এ ঘটনা ঘটে। সে চককীর্তি ইউনিয়নের লহালামারী সাহেবগ্রামের তোহরুল ইসলামের ছেলে। 

জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে লহালামারী বাজারে রিপন আলীর নিজ দোকানে কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় ৮-১০ জন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে রিপনের মাথায় আঘাত করে এবং দুই হাত ও দুই পায়ে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মুলত কি কারণে রিপনের ওপর হামলা হয়েছে তা তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে আহত রিপন জানিয়েছেন- এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা

১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ