Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হলেন শরীফ আহমেদ

ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ৫:২৭ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিজয়ী প্রার্থী শরীফ আহমেদ নতুন মন্ত্রিসভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ আহমেদ ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে ২য় বার নির্বাচিত সংসদ সদস্য তিনি। তার পিতা ভাষা সৈনিক মরহুম এম.শামছুল হক ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৫ বার সংসদ সদস্য ও এক বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শরীফ আহমেদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এ সংবাদ তার ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) নির্বাচনি এলাকায় পৌছলে সাথে সাথে আনন্দে মেতে উঠে নেতা-কর্মী ও সাধারণ মানুষ। সেই সাথে শুরু হয় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ।

আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে সূত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ