Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১১:৩৫ এএম | আপডেট : ১২:৫১ পিএম, ৬ জানুয়ারি, ২০১৯

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। আজ রোববার সকাল ৯টার পর থেকে তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন।

বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে তারা।

তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান।

সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।



 

Show all comments
  • jack ali ৬ জানুয়ারি, ২০১৯, ১:৪২ পিএম says : 0
    Wining an election Means----No problem what so ever---why everyday all the problems happening?????????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ