বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল রোববারের মত আজ সোমবারও রাজধানীতে বাসে হাফ পাস ভাড়ার দাবিতে রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এছাড়া, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বাড্ডা শাহজাহাদপুর উভয় পাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা ব্যানার নিয়ে অবস্থান নেন সড়কে। বাসে হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছে।
বাসে হাফ ভাড়ার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।